বাঁকুড়া: রবিবার বাঁকুড়া জেলার ছাতনা কামারকুলি বাজারে বিজেপির শ্রমিক সংগঠন ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে এক পথসভা অনুষ্ঠিত হল। একই সাথে ছাতনা ব্লকে এই ট্রেড ইঊনিয়নের কমিটি গঠন করা হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অমিয় সরকার এবং বাঁকুড়া জেলার সাধারন সম্পাদক দীননাথ চট্টপাধ্যায় সহ প্রমুখ নেত্বিত্ব। বিজেপির এই শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পথ চলতি সাধারন মানুষের কাছে রাজ্যের বেকার যুবক যুবতী দের প্রতি রাজ্য সরকারের উদাশিনতার বিষয় টিকে তুলে ধরা হয়, পাশাপাশি রাজ্যে বেড়েচলা শ্রমিকদের কাজ হারানোর বিষয়ে শাষক দলকে আক্রমন করা হয়।
এছাড়াও কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা এই রাজ্য সরকারের জন্য সাধারন মানুষ পাচ্ছেন না বলে অভিযোগ তোলা হয়। সংগঠনের বাঁকুড়া জেলার সাধারন সম্পাদক দীননাথ চ্যেটার্জী বলেন আমাদের লড়াই মমতা সরকারের বিরুদ্ধে। নবান্ন অভিযানের দিন রাজ্য সরকার যেভাবে বিজেপি কর্মিদের উপর অত্যাচার করেছে তা নিন্দনীয়।এর জবাব সাধারন মানুষ ব্যালটে দেবে।
আরও পড়ুন: পুলিশী অত্যাচারের বিরুদ্ধে বিজেপি যুব মোর্চা