পশ্চিম বর্ধমান : ভোটের আগে ফের তৃণমূলে ভাঙ্গন, পাণ্ডবেশ্বর বিধানসভার নির্বাচন বাকি হাতে গোনা আর কয়েকটা দিন । এরই মধ্যে ভাঙ্গন তৃণমূলে।প্রাক্তন পাণ্ডবেশ্বর তৃণমূল তপসিলি মোর্চার ব্লক সভাপতি সরোজ বাউড়ি সহ ব্লকের পানসিউলি গ্রামের কয়েকশো তৃনমূল কর্মী বিজেপিতে যোগদান করলেন। তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র তিওয়ারি বলে গত লোকসভা ভোটে পানসিউলি গ্রামের মানুষ ভোট দিতে পারেননি। একুশের নির্বাচনে তারা সবাই ভোট দিতে পারবে ও বিজেপি বিপুল ভোটে জয়লাভ করতে পারবে।