মুর্শিদাবাদ: আকাশে শরতের মেঘ, মাঠভরা কাশফুল, ভরেছে বাতাস শিউলির গন্ধে, চারিদিকে শোনা যায় ঢাকের আওয়াজ। শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই দুর্গ উৎসবে মা দশোভূজা দশটি হাত নিয়ে সমস্ত জায়গায় পূজিত হয়ে আসছেন। কিন্তু মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জের অষ্ট বাহু সিংহবাহিনী মন্দিরের মা পূজিত হচ্ছে আটটি হাত নিয়ে। প্রায় চারশো বছর ধরে এই পুজো হয়ে আসছে পুরনো বাংলা ইটের মন্দিরে । কিন্তু বহুকাল পর এই ভাঙ্গা ইটের মন্দিরকে পুননির্মাণ করা় হয় অষ্ট বাহু সিংহবাহিনী মন্দির কমিটি ও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে । আজ মাকে নতুন ভাবে প্রতিষ্ঠিত করে এবং সরকারি সমস্ত নিয়ম-নীতি মেনে পূজার্চনা পর্ব শুরু হয়ে গেলো জিয়াগঞ্জের অষ্ট বাহু সিংহবাহিনী মন্দিরে।
আরও পড়ুন: CAR WITH GOLD CAPTURED