ঝাড়গ্রাম : প্রাক্তন সংসদ ডাঃ উমা সরেনের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার ব্লকের টুলিবর গ্রামে আয়োজিত হল ফুটবল টুর্নামেন্ট। এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন মহিলা ও পুরুষ উভয়ই। ফুটবল টুর্নামেন্টেকে ঘিরে প্রায় হাজার পাঁচেক মানুষের জমায়েত হয়েছিল। এত জন সমাগম যেন উৎসবে চেহারা নেয়।
প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে উচ্ছাসিত হয়ে ওঠেন খেলোয়াড় ও গ্রাম বাসীরা। তাদের অনুরোধে প্রাক্তন সাংসদ দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। কর্মকর্তাদের হাতে অক্সিমিটার ও প্রেসার মাপার যন্ত্র তুলে দেন প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন। কোরোনা আবহে সমস্ত খেলা ধূলাই প্রায় বন্ধ ছিলো। এখন তা শুরু হওয়ায় সবাই যাতে সুস্থ থাকেন তার জন্যই এই উদ্যোগনেন প্রাক্তন সাংসদ।
আরও পড়ুন: বাম ও কংগ্রেসের যৌথ ডেপুটেশন ও মিছিল