নয়াদিল্লি: করোনার গ্রাসে গোটা বিশ্ব। মারণ ভাইরাসের হানায় থরহরি কম্প দশা ভারতেও। প্রতিদিন হাজার-হাজার মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইতিমধ্যেই ভারতের দুটি সংস্থা করোনার প্রতিষেধক তৈরিতে হিউম্যান ট্রায়ালের ছাড়পত্র পেয়েছে। ১৩ জুলাই থেকে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক করোনা প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল শুরু করবে।
একইভাবে আহমেদাবাদের জাইডাস ক্যাডিলা সংস্থাটিও তাঁদের তৈরি করোনার প্রতিষেধক ZyCov-D-এর হিউম্যান ট্রায়াল শুরু করছে শীঘ্রই। সংস্থার তরফে জানানো হয়েছে, ৩ মাসের মধ্যেই তাঁদের তৈরি ভ্যাক্সিনের ট্রায়াল প্রসেস শেষ হতে পারে।
করোনার প্রতিষেধক আবিষ্কারে কোমর বেঁধে নেমেছে বিশ্বের তাবড় দেশের গবেষকরা। পিছিয়ে নেই ভারতও। ইতিমধ্যেই ভারতের দুটি সংস্থা করোনার প্রতিষেধকের হিউম্যান ট্রায়ালের ছাড়পত্র পেয়েছে।
আরও পড়ুন : হঠাতই বাড়ছে সংক্রমণ, সোমবার থেকে বাড়ি-বাড়ি ঘুরে অ্যান্টিজেন টেস্ট শুরু হচ্ছে এই রাজ্যে