আসানসোল : কেবেল পুড়ে যাওয়ার ফলে পাম্প বন্ধ রয়েছে । ফলেগোটা এলাকায় পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে । ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ বিধানসভার তিরাট পঞ্চায়েত এলাকায়। জল সমস্যার খবর পেয়ে এলাকায় পৌছান আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সূত্রের খবর আসানসোল দক্ষিন বিধানসভার তিরাট পঞ্চায়েত এলাকায় কেবেল পুড়ে যাওয়াতে জল সরবারহ বন্ধ রয়েছে শুক্রবার বিকাল থেকে। শনিবার সকালে খবর পেয়ে ঐ এলাকায় যান আসানসোল দক্ষিনের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল ।
সেখানে গিয়ে তিনি বলেন জানিনা কতক্ষনে করপোরেশনের জলের ট্যাঙ্কার আসবে। আমি আমার তরফ থেকে জলের ট্যাঙ্কেরের ব্যবস্থা করছি। যাতে খাবার জলের ব্যবস্থা করা যায়। ঘটনা প্রসঙ্গে তৃনমুলের পশ্চিম বর্ধমান জেলার কোঅডিনেটর সিবদাশন দাসু বলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল বলে এসেছেন ,উনি পাটির পক্ষ থেকে নিজে জল পাঠাবেন। একথা বলার কোন অধিকার নেই। এটার ভিডিও আমরা হাতে পেয়েছি । আমরা নির্বাচন কমিশনকে এটা নিয়ে অভিযোগ জানাব। তিরাট পঞ্চায়েত থেকে দুটো ট্যাঙ্কার মাধ্যমে পানীয় জল পৌঁছানো হয়। ট্যাংকার পৌঁছানোর পর বিজেপির কিছু ছেলে ওই ট্যাংকারের বিজেপির ঝান্ডা বেঁধে দিয়েছে। সেটা সরাসরি অন্যায় বলেও অভিযোগ করেন তিনি ।